শুরু হয়ে গেছে ঈদযাত্রা

প্রকাশ: ২৮ এপ্রিল ২২ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ

সমকাল প্রতিবেদক

ঈদের ছুটি শুরু হতে দু'দিন বাকি থাকলেও শুরু হয়েছে ঈদযাত্রা। ঈদের আগে মহাসড়কের দুর্ভোগ এড়াতে অনেকে আগেভাগে বাসে ঢাকা ছাড়ছেন। গতকাল বুধবার ট্রেনে শুরু হয় আনুষ্ঠানিক ঈদযাত্রা। দিনে প্রথম ট্রেনটি বিলম্বে যাত্রা করায় ভোগান্তি দিয়ে শুরু হয়েছে আনন্দের ঈদযাত্রা।

গতকাল দেওয়া হয় আগামী ১ মের ট্রেনের টিকিট। আগের চার দিনের মতো গতকালও ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে লাখো টিকিট প্রত্যাশীকে। ১৬ থেকে ২৪ ঘণ্টা আগে থেকে যারা ছিলেন, তারা পেয়েছেন টিকিট। কমলাপুরে ভিড় থাকলেও কালোবাজারির অভিযোগ এবার খুব একটা নেই।

কিন্তু তেজগাঁও স্টেশনে শেষ দিনেও ছিল কালোবাজারিদের দৌরাত্ম্য। এই স্টেশন থেকে ময়মনসিংহ ও জামালপুরের ট্রেনের টিকিট দেওয়া হয়েছে। চারদিকে বাজার ও বস্তি এলাকায় ঘেরা তেজগাঁও স্টেশনের টিকিটের লাইনেই ছিলেন কালোবাজারিরা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com