
জেলি পুশ করা ৪ হাজার কেজি চিংড়ি জব্দ
প্রকাশ: ২৮ এপ্রিল ২২ । ১৫:৩০ | আপডেট: ২৮ এপ্রিল ২২ । ২১:৪৫
খুলনা ব্যুরো

খুলনায় জেলিসহ বিভিন্ন অপদ্রব্য পুশ করা ৪ হাজার ২৮০ কেজি চিংড়ি জব্দ করেছে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার রাত থেকে শুরু হয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রূপসা সেতু এলাকায় এই অভিযান চলে। জব্দ করা চিংড়ির মূল্য প্রায় ৪২ লাখ ৮০ হাজার টাকা।
পরে চিংড়িগুলো রূপসা নদীতে ফেলে ধংস করা হয়। চিংড়ির মালিক না পাওয়ায় শ্রমিকদের ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় কোস্টগার্ড ও ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এস হুমায়ুন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, অপদ্রব্য পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি (বাগদা, গলদা এবং হরিনা) ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি সঙ্গে সঙ্গে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কোস্টগার্ডকে জানালে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, আমার ৫০ বছরের কর্মজীবনে এতো চিংড়ি একসঙ্গে পুশ করা অবস্থায় পাইনি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com