সালথা ও বোয়ালমারীর দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০

প্রকাশ: ২৮ এপ্রিল ২২ । ২১:১৩ | আপডেট: ২৮ এপ্রিল ২২ । ২১:১৩

সালথা ও বোয়ালমারী প্রতিনিধি

নিহত নান্নু ফকিরের স্বজনদের আহাজারি - সমকাল

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দীতে দুই উপজেলার দুই দল গ্রামবাসীর দফায়
দফায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। এ ছাড়া
সালথার তেলিসালথায় দুর্বৃত্তরা একটি দোকান ও দুটি বাড়ি ভাঙচুর করেছে। তুচ্ছ
ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে এসব সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারীর রূপপাত ব্রাহ্মণডাঙ্গা উচ্চ
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে সালথা উপজেলার যদুনন্দী গ্রামের
কাইয়ুম মোল্লার সঙ্গে বোয়ালমারী উপজেলার রূপপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মিজানুর রহমান সোনা মিয়ার দীর্ঘদিন ধরে রিবোধ চলছিল। এর জেরে বুধবার
বিকেলে কাইয়ুম মোল্লার সমর্থক ইলিয়াস মোল্লা ও সিরাজ মোল্লার ছেলে রূপপাত
উচ্চ বিদ্যালয়ে প্রাইভেট পড়তে গেলে সোনা মিয়ার সমর্থকরা তাদের আটকে রাখে।
এই খবর এলাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের শত শত লোকজন দেশীয়
অস্ত্র নিয়ে যদুনন্দী বাজার ও রূপপাত বাজারের সীমান্তবর্তী ব্রিজের দুই
পাশে জড়ো হয়। তারা রাতেই সংঘর্ষে লিপ্ত হয়।

পরে এই সংঘর্ষে আশপাশের কয়েক গ্রামের মানুষ সশস্ত্র অংশ নেয়। সংঘর্ষের সময়
১০টি দোকানঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে উত্তেজিতরা। এতে একজন নিহত
হন।

নিহতের নাম নান্নু ফকির (৬৫)। তিনি সালথার যদুনন্দী গ্রামের হাতেম
ফকিরের ছেলে।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে গভীর রাত পর্যন্ত সেখানে স্লোগান দেওয়া হয়। এ ছাড়া একই রাতে উপজেলার তেলিসালথায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।

স্থানীয়রা জানান, মাসুদ নামে এক ব্যক্তির নেতৃত্বে সেখানে আবু তালেবের একটি
দোকান এবং ফিরোজ মাস্টার ও ফজলুর রহমানের দুটি বাড়ি ভাঙচুর করে
দুর্বৃত্তরা চলে যায়।

সালথা থানার ওসি মো. শেখ সাদিক জানান, গ্রামের সাধারণ মানুষকে সংঘর্ষে না জড়াতে তারা সব শ্রেণির মানুষকে নির্দেশ দিয়েছেন।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো.
সুমিনুর রহমান বলেন, সংঘর্ষের সময় ইটের আঘাতে নান্নু ফকির নামে একজন নিহত
হওয়ার খবর পাওয়া যায়।

তিনি আরও বলেন, পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে সেখানে
অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com