ঈদ উপলক্ষে শ্রেয়ার বিশেষ পণ্য প্রদর্শনী

প্রকাশ: ২৮ এপ্রিল ২২ । ২৩:৪৬ | আপডেট: ২৯ এপ্রিল ২২ । ০০:৫৮

অনলাইন ডেস্ক

ঈদ-উল-ফিতর উপলক্ষে অনলাইন ভিত্তিক জনপ্রিয় নারী সংগঠন ‘শ্রেয়া বিডি’র আয়োজনে দুই দিনব্যাপী ‘শ্রেয়া ঈদ রিগেইল ২০২২’ শীর্ষক একটি বিশেষ পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর গুলশানে অবস্থিত রেনেসন্স হোটেল-এ আগামী ২৮ এবং ২৯ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রদর্শনীটিতে আগতদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে।   

শ্রেয়া ঈদ রিগেইল প্রদর্শনীতে ৫০ টিরও অধিক স্টলে বিভিন্ন পন্য প্রদর্শন ও বিপণন করা হবে। এছাড়া ঈদপূর্ব প্রস্তুতি হিসেবে নারীদের মেকওভার, সাজসজ্জা, মেহেদী-স্টল এবং লাইভ মিউজিকের আয়োজনও থাকবে। অনলাইন জগতের সুপরিচিত ব্যক্তিরা প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন। 

‘শ্রেয়া বিডি’ বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি প্রতিষ্ঠান। বিগত পাঁচ বছর ধরে নারী-কল্যাণ ও নারী-উদ্যোক্তাদের জন্য প্রতিষ্ঠানটি নানান কর্মসূচীসহ বেশ কয়েকটি অনুষ্ঠান আয়োজন করেছে। ৫০ হাজারেরও অধিক নারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শ্রেয়া’র প্ল্যাটফর্মের মাধ্যমে উপকৃত হয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় ‘শ্রেয়া ঈদ রিগেইল ২০২২’ আয়োজন করা হচ্ছে।

শ্রেয়া ঈদ রিগেইল ২০২২ এর প্রধান স্পন্সর হিসেবে থাকছে মাঞ্চিস; ‘পাওয়ার্ড বাই’ পার্টনার এলিগেন্ট মেকওভার ও ফ্যাশন; ইভেন্ট প্ল্যানার আফসানা’স ফ্লেয়ার; রেডিও পার্টনার ঢাকা এফএম ৮৯.৪; ফটোগ্রাফি পার্টনার ব্রাইডাল হেরিটেজ এবং পিআর পার্টনার হিসেবে থাকছে কনসিটো।

এক্সিবিশন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.shreyabd.com/shreya-eid-regale-2022। সংবাদ বিজ্ঞপ্তি

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com