কুলখানি অনুষ্ঠিত

মুহিত ছিলেন দূরদৃষ্টি জ্ঞানসম্পন্ন প্রজ্ঞাবান

প্রকাশ: ০৭ মে ২২ । ২২:১৯ | আপডেট: ০৭ মে ২২ । ২২:১৯

সমকাল প্রতিবেদক

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ছিলেন দূরদৃষ্টি জ্ঞানসম্পন্ন প্রজ্ঞাবান ব্যক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দর্শন আর আবুল মাল আবদুল মুহিতের অর্থনৈতিক দর্শনের ফলে দেশের বর্তমান উন্নয়ন সম্ভব হয়েছে। সর্বোপরি তিনি ছিলেন একজন সজ্জন ব্যক্তিত্ব।

সদ্য প্রয়াত মুহিতের কুলখানি অনুষ্ঠানে বক্তারা তার সম্পর্কে এমন মত প্রকাশ করেছেন। শনিবার বাদ আসর মুহিতের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে রাজধানীর গুলশানের আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

আবুল মাল আবদুল মুহিত ভাষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ, মুক্তিযোদ্ধা, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী। গত ৩০ এপ্রিল মধ্যরাতে তিনি ঢাকায় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। সিলেটের রায়নগরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আবুল মাল আবদুল মুহিত তার স্ত্রী সাবিয়া মুহিত, মেয়ে সামিনা, ছেলে শাহেদ ও সামিরসহ পরিবারের বিপুলসংখ্যক সদস্য, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মিলাদ ও দোয়া মাহফিলে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, মরহুমের আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় মুহিতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইদুজ্জমান, আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, এফবিসিসিআইর সাবেক সভাপতি এ. কে. আজাদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এবং সাবেক সচিব এম মোকাম্মেল হক।

এ ছাড়া সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, সিএজি মুসলীম চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

সাবেক অর্থমন্ত্রীর ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, তার ভাই সব সময় দেশ নিয়ে চিন্তা করতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বড় ভাইয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

অনুষ্ঠানে প্রয়াত আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত হওয়ায় পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মুহিতের বড় ছেলে শাহেদ মুহিত।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com