জিআই তারে গাছের কান্না

প্রকাশ: ১২ মে ২২ । ০০:০০ | আপডেট: ১২ মে ২২ । ১১:৩১ | প্রিন্ট সংস্করণ

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

শিবপুরের ফুলতলা এলাকায় বিদ্যুতের খুঁটি জিআই তার দিয়ে একটি গাছের সঙ্গে টানা দেওয়া হয়েছে- সমকাল

গাছ প্রকৃতির বন্ধু। গাছেরও প্রাণ আছে। আঘাতে ব্যথা পায়, কান্না করে। গাছে পেরেক ঢোকানো, বিদ্যুতের তার দিয়ে বাঁধা অপরাধ। এ রকমই একটি ঘটনা ঘটেছে নরসিংদীর শিবপুর উপজেলায়।

শিবপুর বাসস্ট্যান্ড থেকে দুলালপুর রাস্তার ফুলতলা এলাকার উত্তরপাশে বিদ্যুতের খুঁটি জিআই তার দিয়ে একটি গাছের সঙ্গে টানা দেওয়া হয়েছে। প্রায় ৮-১০ বছর ধরে গাছটির গোড়া জিআই তার দিয়ে বেঁধে রাখা হয়েছে। এতে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাঘাত ঘটছে। গতকাল বুধবার সরেজমিন এই দৃশ্য দেখা গেছে।

ফুলতলা এলাকার কৃষক আব্দুর রাজ্জাক ও পথচারী মমিন মিয়া জানান, বিদ্যুতের খুঁটি জিআই তার দিয়ে টানা দিতে গাছের সঙ্গে বাঁধা ঠিক হয়নি। এতে গাছটি ঠিকমতো বাড়তে পারছে না। গাছের এমন কষ্টে তারাও ব্যথিত।

স্থানীয় কৃষক আমজাদ হোসেন বলেন, 'গাছটিতে বিদ্যুতের খুঁটির টানা দেওয়ার সময় নিষেধ করেছি। তারা আমার কথা শোনেননি। গাছটি রক্ষার জন্য অনুরোধ করছি।'

শিবপুর উপজেলা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভুঁইয়া কাজল জানান, গাছের সঙ্গে বিদ্যুতের খুঁটির টানা দেওয়া বেআইনি। যদি এটা করা হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ শিবপুর উপজেলার ডেপুটি জেনারেল ম্যানেজার মৌফিদা খাতুন জানান, গাছের সঙ্গে বিদ্যুতের খুঁটির টানা দেওয়া যাবে না। যদি কোনো জায়গায় দিয়ে থাকে সেটা ঠিক করেনি। তিনি বলেন, 'আমাদের নিয়মেও নেই গাছ থেকে টানা দেওয়ার। আমি এখানে নতুন এসেছি। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।'

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com