পুতিনকে ‘অর্থহীন যুদ্ধ’ বন্ধ করতে বললেন বাইডেনের স্ত্রী

প্রকাশ: ১২ মে ২২ । ১২:০৯ | আপডেট: ১২ মে ২২ । ১২:১২

অনলাইন ডেস্ক

ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে লেখা এক মতামতে তিনি এ আহ্বান জানান।

জিল বাইডেন লেখেন, ‘দয়া করে এ অর্থহীন ও নৃশংস যুদ্ধ’ বন্ধ করুন।

ইউরোপ সফরের সময় তিনি যেসব নারীদের সঙ্গে কথা বলেছেন তাদের বিষয়ও ছিল লেখায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্ত্রীর সঙ্গে দেখা করেছেন জিল বাইডেন। ওলেনা জেলেনস্কির সঙ্গে আলাপ সম্পর্কে তিনি লেখেন, তিনি আমার কাছে খাবার, পোশাক বা অস্ত্র চাননি। তিনি আমার কাছে তাদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা চেয়েছেন যারা ভ্লাদিমির পুতিনের অর্থহীন ও নৃশংস যুদ্ধের কারণে ভুগছেন।

২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে। এর পর থেকে রাশিয়ার গোলা বর্ষণ, ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন ইউক্রেনের অসংখ্য বেসামরিক মানুষ। দেশটির নাগরিকদের রক্ষায় বিভিন্ন দেশ রাশিয়াকে যুদ্ধ থামানোর অনুরোধ করলেও তাতে মস্কোর পরিকল্পনায় কোনো পরিবর্তন এখনও দেখা যায়নি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com