
যুক্তরাষ্ট্রে করোনায় ১০ লাখ মানুষের মৃত্যু
প্রকাশ: ১২ মে ২২ । ১২:১৪ | আপডেট: ১২ মে ২২ । ১২:১৪
অনলাইন ডেস্ক

ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এখন পর্যন্ত ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বুধবার নিজেদের কাছে সংরক্ষণ করা তথ্যের ভিত্তিতে কোভিড-১৯ এ যুক্তরাষ্ট্রে প্রাণহানির এই দুর্বিষহ মাইলফলকের সংবাদ প্রকাশ করেছে। প্রথম করোনা শনাক্ত হওয়ার প্রায় দুই বছরে এই প্রাণহানি ঘটে।
এই ১০ লাখ মানুষের মৃত্যু মনে করিয়ে দেয় কি দুর্বিষহ বেদনাদায়ক এই মহামারি। এমনকি এই ভাইরাস সম্পর্কে মানুষের মনে যে ভাবনা তার থেকেও এটি ভয়ঙ্কর। সংখ্যার হিসাবে ১০ লাখ মানুষের মৃত্যুর মানে, যুক্তরাষ্ট্রের প্রতি ৩২৭জন নাগরিকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। আর মোট সংখ্যায় স্যান ফ্র্যান্সিসকো বা সিয়াটলের জনসংখ্যার চেয়ে বেশি।
২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্য সংস্থা (ডব্লিউএইচও) কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারি ঘোষণা করে। ঠিক সেদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩৬ জনের মৃত্যু হয়েছিল। এর পরের মাসে প্রাণঘাতী এই ভাইরাস দেশটিতে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বিশেষ করে নিউ ইয়র্ক শহরের মতো ঘনবসতিপূর্ণ শহরসহ দেশের প্রতিটি কোণায় ভাইরাসটি ছড়িয়ে পড়ে।
২০২০ সালের জুনে করোনায় মৃত্যুর মোট সংখ্যা প্রথম বিশ্বযুদ্ধে নিহত যুক্তরাষ্ট্রের সামরিক সদস্য সংখ্যা ছাড়িয়ে যায়। আর ২০২১ সালের জানুয়ারিতে এই সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সামরিক সদস্য সংখ্যা ছাড়িয়ে যায়। এই সময় ৪ লাখ ৫ হাজার মানুষের প্রাণ কেড়ে নেয় করোনা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়া এই ভাইরাসে সরকারি হিসাবে ৬৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে। কোভিড-১৯ এ মৃত্যুর পাশাপাশি এই মহামারির পরোক্ষ প্রভাবের শিকারসহ মোট মৃত্যু দেড় কোটির কাছাকাছি বলে সংস্থাটির ধারণা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com