দুদকের মামলা

সাবেক ওসি ও তার স্ত্রীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

প্রকাশ: ১২ মে ২২ । ১৭:৩৮ | আপডেট: ১২ মে ২২ । ১৭:৩৮

খুলনা ব্যুরো

শেখ আবু বকর সিদ্দিক ও তার স্ত্রী সুলতানা রাজিয়া পারুল

খুলনায় জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের মামলায় বটিয়াঘাটা থানার সাবেক ওসি শেখ আবু বকর সিদ্দিক ও তার স্ত্রী সুলতানা রাজিয়া পারুলকে জেলগেটে এক দিনের জন্য জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

খুলনা মহানগর বিশেষ দায়রা জজ আদালতে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে আবেদন করা হলে বৃহস্পতিবার দুপুরে বিচারক মাহমুদা খাতুন এই আদেশ দেন। একইসঙ্গে আসামিপক্ষ জামিন আবেদন করলে জামিন শুনানি ২৬ মে পর্যন্ত স্থগিত করা হয়।

দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, দুদকের দুটি মামলায় গত ৫ মে থেকে এই দম্পতি কারাগারে রয়েছেন। এর মধ্যে জ্ঞাত আয় বহির্ভুত ৩৩ লাখ ৮৯৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ওসি শেখ আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে একটি মামলা এবং ওই সম্পদ স্ত্রী সুলতানা রাজিয়া পারুলকে হস্তান্তরের অভিযোগে সুলতানা রাজিয়া পারুল এবং শেখ আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে দুদক আরেকটি মামলা দায়ের করে। কিন্তু তদন্তে তাদের বিরুদ্ধে আরও প্রায় ৫০ কোটি টাকার অপ্রদর্শিত সম্পদের সন্ধান পাওয়ায় দুদক খুলনার উপ-পরিচালক এম এ ওয়াদুদ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেন। 

এম এ ওয়াদুদ জানান, তদন্তকালে তাদের নামে আরও প্রায় ৫০ কোটি টাকার অপ্রদর্শিত সম্পদের সন্ধান পাওয়ায় আত্মপক্ষ সমর্থনের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা নোটিশের জবাব না দেওয়ায় দুদক তাদেরকে জিজ্ঞাসাবাদের আবেদন করে। পরবর্তী শুনানি ২৬ মে এর আগে যে কোনো দিন কারাগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com