কোমলপানীয় খাওয়া নিয়ে ঝগড়া: স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

প্রকাশ: ১২ মে ২২ । ২০:৫৩ | আপডেট: ১২ মে ২২ । ২০:৫৩

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে স্বামীর ছুরিকাঘাতে মেরিনা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মেরিনা কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, ঈদের দিন রাতে রিপন হোসেন ও তার স্ত্রী মেরিনার মধ্যে কোমলপানীয় খাওয়া নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে রিপন ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় মেরিনাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে ও পরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তিনি মারা যান।

থানার ওসি বোরহান উদ্দীন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com