
'বিচারহীনতার কারণেই অঙ্কনদের মৃত্যু'
প্রকাশ: ১২ মে ২২ । ২১:৩৫ | আপডেট: ১২ মে ২২ । ২১:৩৫
জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী অঙ্কন বিশ্বাসের মৃত্যু নিয়ে মানববন্ধনে বক্তারা বলেছেন, দেশে একের পর এক শিক্ষার্থীদের রহস্যজনক মৃত্যু হচ্ছে। এগুলো স্বাভাবিক মৃত্যু নয়। বিচারহীনতার কারণেই অঙ্কনদের বারবার মৃত্যু হচ্ছে। একটা হাস্যোজ্জ্বল মেয়ে হঠাৎ করে বিষ খেল আর মরে গেল- এমন হতে পারে না। এর পেছনের কারণ খতিয়ে বের করতে হবে। অঙ্কনের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়।
মানববন্ধনে লিখিত বক্তব্যে অঙ্কনের সহপাঠী আফসানা বীথি বলেন, আমরা অঙ্কনের এই রহস্যময় মৃত্যুকে মেনে নিতে পারছি না। পরিবার মামলা না করলেই কোনো অস্বাভাবিক মৃত্যু বিনা বিচারে ধামাচাপা পড়তে পারে না। এ ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব আছে সত্যকে উদ্ঘাটন করা ও দোষীদের শাস্তি দেওয়ার।
আরেক সহপাঠী নিয়ামত উল্লাহ তানিম বলেন, এমন মেধাবী একজন শিক্ষার্থী হুট করে সবার মাঝ থেকে হারিয়ে যেতে পারে না। আমরা চাই অঙ্কনের মৃত্যু-রহস্যের আইনি তদন্ত হোক। অণুজীব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী পিয়াল দাস অনুপ বলেন, রহস্যজনক মৃত্যু দিন দিন বেড়েই চলেছে। কিন্তু কোনো বিচার নেই।
জবি ডিবেটিং সোসাইটির সভাপতি সাইদুল ইসলাম সাইদ বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর এই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়। সে আত্মহত্যা করেছে না হত্যা করা হয়েছে, এর সুষ্ঠু তদন্ত হোক। সত্য বেরিয়ে আসুক।
জবি ছাত্রী অঙ্কন গত ৮ মে রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বামীর বাসায় 'বিষপান' করে অসুস্থ হয়ে প্রায় দুই সপ্তাহ হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ২৪ এপ্রিল রাজধানীর আজগর আলী হাসপাতালে মুমূর্ষু অবস্থায় রেখে তার স্বামী শাকিল পালিয়ে যান। শাকিল জবির আইন বিভাগের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com