সাকিবের বিকল্প জানালেন ডমিঙ্গো

প্রকাশ: ১৩ মে ২২ । ১৭:২৮ | আপডেট: ১৩ মে ২২ । ১৭:২৮

ক্রীড়া প্রতিবেদক

কাঁধের ইনজুরিতে থাকা তাসকিন আহমেদ দলে নেই। প্রথম টেস্টে শরিফুল ইসলাম নিশ্চিত নন। মিরাজ আঙুলের ইনজুরি নিয়ে ছিটকে গেছেন। টেস্ট দলে সাকিব যুক্ত হওয়ায় বইছিল সুবাতাস। করোনামুক্ত হলেও প্রথম টেস্টে ফিটনেস ইস্যুতে তার না খেলার পাল্লা ভারী।

টিম সূত্রে জানা গেছে, সাকিব খেলতে চান। তবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাকে। হেড কোচ ডমিঙ্গোর মতে, সাকিব ৫০-৬০ শতাংশ ফিট হলেও তাকে পাঁচদিনের ম্যাচ খেলানো হবে না, 'যেকেউ সম্পূর্ণ ফিট সাকিবকে দলে চাইবেন। কিন্তু ৫০-৬০ শতাংশ ফিট হলেও তাকে খেলানো কঠিন।'

বিসিবি বস নাজমুল হাসান সাকিবের খেলার সিদ্ধান্ত তার উপর ছেড়ে দিয়েছেন। সঙ্গে যোগ করেছেন, ঝুঁকি নিয়ে খেলা ঠিক হবে না। তবে সাকিব একাদশে ফিরলে দল ভালো অবস্থানে চলে আসবে এবং বোর্ডও ভালো খেলার বিষয়ে সাহস পাবে বলে জানিয়েছেন তিনি।

সাকিব না খেললে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মোসাদ্দেক হোসেনের খেলার সম্ভাবনা বেশি। কারণ হেড কোচ ১০-১২ ওভার বোলিং করতে পারেন এমন একজনকে দলে চান। তার মতে, সাকিব একাদশে না থাকলে ইয়াসির রাব্বিকে খেলানো কঠিন, 'রাব্বি ভালো খেলছে। কিন্তু সাকিব না থাকলে ১০-১৫ ওভার বোলিং করতে পারে এমন কাউকে দরকার আমাদের। মুমিনুল ওই পর্যায়ে আছে কিনা জানি না। নাজমুল শান্ত ৫-৬ ওভার বোলিং করতে পারে। আমাদের ওই জায়গা বিকল্প কাউকে তৈরির চিন্তা করতে হবে।'

২০১৮ সালে চট্টগ্রামেই আফগানিস্তানের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলেছিলেন মোসাদ্দেক। ২৬ বছর বয়সী এই অলরাউন্ডারের প্রত্যাবর্তনটা হয়ে যেতে পারে চট্টগ্রামেই।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com