
রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিনি
প্রকাশ: ১৩ মে ২২ । ২১:২০ | আপডেট: ১৩ মে ২২ । ২১:২০
নারায়ণগঞ্জ প্রতিনিধি

অভিযুক্ত মো. মজনু
নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে মো. মজনু (৩২) নামে এক যুবককে বৃহস্পতিবার রাতে ফতুল্লার কেতাবনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মজনু জামালপুর জেলার মেলান্দহ থানার মানিকদা গ্রামের দুলাল মিয়ার ছেলে ও ফতুল্লা থানার মাসদাইর বড় কবরস্থান সংলগ্ন লালু মিয়ার ভাড়াটিয়া। ওই ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান সমকালকে বলেন, ফতুল্লার কেতাবনগরের একটি প্রিন্ট কারখানায় কিশোরী মেয়েটি কাজ করে। একই কারখানায় কাজ করতেন মজনু। একই প্রতিষ্ঠানে কাজের সুবাদে মজনু কিশোরীটিকে কু-প্রস্তাব দিতো। একারণে এক বছর পূর্বে ওই প্রিন্ট কারখানা থেকে চাকরি ছেড়ে দিয়ে কেতাবনগরের অপর একটি প্রিন্ট কারখানায় চাকরি নেয় কিশোরী। তারপরও কিশোরীকে যাতায়াতের পথে উত্যক্ত করতেন মজনু।
ওসি বলেন, গত বুধবার রাতে প্রিন্ট কারখানা ছুটি হলে বাসায় ফেরার সময় মজনু কিশোরীকে রাস্তা থেকে মুখ চেপে ধরে টেনে হিচড়ে কেতাবনগরের হক নামে এক ব্যক্তির মালিকানাধীন বাগানের ভেতর নিয়ে ধর্ষণ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই আরিফ পাঠান বলেন, অভিযুক্তকে বৃহস্পতিবার রাতে ফতুল্লা কেতাবনগর থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজনু ধর্ষণ করার কথা স্বীকার করেছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com