
ছিনতাইকারীর ছুরিতে তরুণ আহত
প্রকাশ: ১৩ মে ২২ । ২২:১৭ | আপডেট: ১৩ মে ২২ । ২২:১৭
সমকাল প্রতিবেদক

রাজধানীর রায়েরবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন নামে এক তরুণ আহত হয়েছেন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হোসেনের বড় বোন মোমেনা আক্তার জানান, রায়েরবাজার গদিঘর এলাকার একটি গহনা তৈরির প্রতিষ্ঠানে কাজ করেন তার ভাই। একই এলাকায় থাকেন। সকালে তিনি বাসা থেকে বের হয়ে কারখানায় যাচ্ছিলেন। পথে মেকাপ খান রোডে চারজন তার পথরোধ করে এবং ছুরিকাঘাত করে সব কিছু কেড়ে নেয়। আহত হোসেনকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com