
কৌশানি নয় বনির নায়িকা হয়েছেন আয়ুষী
প্রকাশ: ১৪ মে ২২ । ১১:৪০ | আপডেট: ১৪ মে ২২ । ১২:৩৫
কলকাতা প্রতিনিধি

বনি সেনগুপ্ত ও আয়ুষী তালুকদার/ ছবি- সমকাল
নতুন ছবিতে জুটি বেঁধেছে টালিউডের বনি সেনগুপ্ত ও আয়ুষী তালুকদার। ছবির নাম ‘‘আর্চি’র গ্যালারি’’। ছবির চিত্রধারণ প্রায় শেষ।
ছবিটি পরিচালনা করছেন প্রমিতা ভট্টাচার্য। সমকালকে তিনি জানান, কলকাতা শহরে ছবিটির শুটিং চলছে। এই সিনেমায় তুলে ধরা হচ্ছে এক তরুণের গল্প। তার নাম আর্চি। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বনি সেনগুপ্ত। বিপরীতে রয়েছেন আয়ুষী তালুকদার।

তিনি বলেন, আমাদের জীবনের এমন অনেক মুহূর্ত থাকে যা ফ্রেম বন্দি করা যায় না। কিন্তু মনে রেখে দেওয়া যায়। আর্চি এমনিই কিছু ছবি মনে রেখে দেয়। ছোটবেলায় মা হারানো আর্চির জীবনের প্রধান শাখা তার বাবা।
পরিচালক আরও বলেন, ছবিতে আয়ুষী তালুকদারের চরিত্র একজন কর্পোরেট চাকুরের। ছবিতে রজতাভ দত্ত অভিনয় করছেন বনির বাবার চরিত্রে।
সিনেমাটি এস.সি. এন্টারটেইনমেন্টের ব্যানারে এ বছরই মুক্তি পাবে।
© সমকাল ২০০৫ - ২০২২
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ | ই-মেইল: samakalad@gmail.com