
দশ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
প্রকাশ: ১৫ মে ২২ । ১৫:৪০ | আপডেট: ১৫ মে ২২ । ১৫:৪০
ময়মনসিংহ প্রতিনিধি

ছবি: র্যাবের সৌজন্যে
ময়মনসিংহের ভালুকা থেকে দশ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এর একটি দল। শনিবার রাতে অভিযান চালিয়ে ভালুকার ভরাডুবা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. বিল্লাল মিয়া ও মো. আশরাফুল মিয়া। এদের মধ্যে বিল্লালের বাড়ি হবিগঞ্জের মাধবপুর এবং আশরাফুলের বাড়ি বাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়।
দেশের বিভিন্ন জেলা থেকে এনে ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় তারা গাঁজা বিক্রি করতো বলে জানিয়েছে র্যাব। র্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি অধিনায়ক আখের মুহম্মদ জয় জানান, দুই ব্যবসায়ীর বিরুদ্ধে ভালুকা থাকায় মামলা দেওয়া হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২২
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ | ই-মেইল: samakalad@gmail.com