তাসকিনের সঙ্গে শুটিং করতে গিয়ে আহত তানজিন তিশা

প্রকাশ: ১৬ মে ২২ । ১৫:১০ | আপডেট: ১৬ মে ২২ । ১৫:১০

বিনোদন প্রতিবেদক

শুটিং করতে গিয়ে আহত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। রোববার বিকেল থেকে রাজধানীর অদূরে বিরুলিয়ার এক রিসোর্টে একটি মুঠোফোনের বিজ্ঞাপনের শুটিং করছিলেন এ অভিনেত্রী। বিজ্ঞাপনটিতে তানজিন তিশার সহশিল্পী ছিলেন ক্রিকেটার তাসকিন আহমেদ।

এদিন সন্ধ্যার পর ফাইটিং দৃশ্য করতে গিয়ে হাতে মারাত্মক চোট পান বলে জানান তিশা। তিনি বলেন, আমি ইনফিনিক্স মুঠোফোনের শুভেচ্ছাদূত অনেকদিন ধরেই। সুন্দরভাবেই শুটিং করছিলাম। কিন্ত সন্ধ্যার পর ফাইটিং দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক চোট পাই। পুরো হাত ফুলে গিয়েছে, নাড়াতে পারছি না। তারপরেও চেষ্টা করছই শুটিংটা শেষ করার জন্য।

জানা গেছে, বিজ্ঞাপনের এই শুটিং চলবে তিন দিন। বিজ্ঞাপনটিতে তানজিন তিশার সঙ্গে থাকছেন ক্রিকেটতারকা তাসকিন আহমেদ, যিনি আগামী সপ্তাহে শুটিংয়ে অংশ নেবেন। এটি নির্মাণ করছেন আগা নাহিয়ান।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com