
দুঃসময় কাটিয়ে কিয়ারা
প্রকাশ: ১৯ মে ২২ । ০০:০০ | আপডেট: ১৯ মে ২২ । ১২:৫৩ | প্রিন্ট সংস্করণ
গোলাম কিবরিয়া

কিয়ারা আদভানি
গ্রিক পুরাণের প্রেম, আনন্দ, আবেগ এবং সৌন্দর্যের দেবী হলেন আফ্রোদিতি, যে তাঁর লাস্যময় সৌন্দর্যে ভুবন ভুলিয়েছেন। বি টাউনের এ সময়ের আফ্রোদিতি যেন কিয়ারা আদভানি। অভিনয় দক্ষতা আর সৌন্দর্যে গ্রিক দেবীর সঙ্গে সেই তুলনা যেন টানাই যায়। ফ্যাশন সচেতন কিয়ারা সব মাধ্যমেই সরব চরিত্র। ইনস্টাগ্রামে তাঁর হট লুক কিংবা সিদ্ধার্থের সঙ্গে প্রেমের নতুন নতুন গল্প ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেই। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের পাতায় সহ-অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন কিয়ারা। সেই ছবিতে কিয়ারার সাজে মুগ্ধ ছিল সবাই। পরনে গোলাপি রঙের অরগ্যান্ডি শাড়ি।
শাড়িজুড়ে ডিজিটাল ফ্লোরাল প্রিন্টের ছোঁয়া। সঙ্গে হাতকাটা সাহসী নেকলাইনের ব্লাউজ। ব্লাউজ ও শাড়ির পাড়জুড়ে রয়েছে কাচের কারুকাজ। একজন ভারতীয় পোশাকশিল্পীর নকশা করা শাড়িটির দাম ৮০ হাজার টাকা। শাড়ির সঙ্গে মানানসই ঝুমকো। চোখে কাজল, চওড়া করে আঁকা ভ্রু, গ্লসি নুড শেডের লিপস্টিক আর উঁচু করে বাঁধা পনিটেল। কিয়ারার সেই সাজ ছিল সত্যিই নজরকাড়া।
আগামীকাল মুক্তি পাচ্ছে কিয়ারা অভিনীত ছবি 'ভুল ভুলাইয়া ২'। বি টাউনের সবাই এখন সেই অপেক্ষায়। আনিস বাজমি পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে আছেন কার্তিক আরিয়ান, টাবু, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রসহ আরও অনেকে। এর আগে 'ভুল ভুলাইয়া' ছবিতে দেখা গেছে অক্ষয় কুমার, বিদ্যা বালান, আমিশা প্যাটেল ছাড়া অনেককে। কিয়ারাকে শেষ দেখা গেছে আমাজন প্রাইম ভিডিওর 'শেরশাহ' ছবিতে। এই ছবিতে 'ডিম্পল চিমা'র চরিত্রে সবার নজর কেড়েছেন তিনি। তাঁর অভিনীত চরিত্রটি ছিল এক কথায় অসাধারণ। চূড়ান্ত ব্যস্ততার মধ্যে তাঁর এখন দিন কাটছে। একদিকে 'ভুল ভুলাইয়া ২' ছবির প্রচারণায় ব্যস্ত, আবার অন্যদিকে এক প্যান-ইন্ডিয়া ছবির শুটিং শুরু করতে চলেছেন।
কিছু দিন ধরে গুঞ্জন ছিল ইন্ডাস্ট্রির ভেতরে এবং বাইরে বলিউডের লাভ বার্ডস সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির প্রেম নাকি ভেঙে গেছে। কিন্তু সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে ফের একসঙ্গে দেখা দিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। সালমান খানের বোন অর্পিতার দেওয়া ঈদ পার্টিতে তাঁরা একসঙ্গে হাত ধরাধরি করে হাজির হয়েছেন। একটি ভিডিওতে দেখা যায়, ভেতরে ঢোকার সময় সিদ্ধার্থের দিকে তাকিয়ে ছিলেন কিয়ারা। আরও দেখা যায়, পার্টির ভেতরে ঢোকার ঠিক আগ মুহূর্তে কিয়ারার কোমরে নিজের হাতটি রাখেন সিদ্ধার্থ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিদ্ধার্থ-কিয়ারার ওই ভিডিও। তাদের প্রেম কাহিনিটা বি-টাউনের ওপেন সিক্রেট। একসঙ্গে লাঞ্চ ডেটে যাওয়া থেকে মালদ্বীপ ভ্রমণ সবই করেছেন তাঁরা। চলতি বছরের শুরুতেও রাজস্থানে ছুটি কাটিয়ে এসেছেন দু'জনে। ফেব্রুয়ারিতে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চেও হাজির ছিলেন একসঙ্গে। কিয়ারাকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। চলুন জেনে নিই কিয়ারাকে নিয়ে কিছু অজানা তথ্য।
আলিয়া আদভানি থেকে কিয়ারা হলেন কেন? একে তো আলিয়া ভাটের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চাননি। প্রিয়াঙ্কা চোপড়া ছিলেন কিয়ারার অনুপ্রেরণা। প্রিয়াঙ্কা চোপড়ার ছবি আনজানা আনজানিতে তাঁর নাম হয়েছিল কিয়ারা। এই নামটি তাই বড্ড প্রিয় নায়িকার।
মাঝে মধ্যেই বেড়াতে চলে যান নায়িকা। কিন্তু কিয়ারার সবচেয়ে প্রিয় হলিডে ডেস্টিনেশন কোন শহর জানেন? নিউইয়র্ক। ছবির পর্দায় তাঁকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে প্রেম করতে দেখা গেলেও, কিয়ারার সবচেয়ে পছন্দের ক্রিকেট তারকা মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। সাদা রং বড্ড প্রিয় কিয়ারার। পোশাকের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অ্যাথলেজার।
কিয়ারা আদভানি বলিউডে আসার আগে বেশ কিছুদিন শিক্ষকতা করেছেন। পড়াতেন মায়ের স্কুলেই। ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটানো, তাদের পড়ানো বেজায় পছন্দ তাঁর। অনেকেই হয়তো ভাবেন কিয়ারার প্রথম অনস্ট্ক্রিন ডেবিউ মোহিত মারওয়ার বিপরীতে ফাগলি ছবি। কিন্তু এই জানা সম্পূর্ণ ঠিক নয়। মাত্র ৮ মাস বয়সে মায়ের সঙ্গে প্রথম ক্যামেরা ফেস করে ছোট্ট আলিয়া। বাচ্চাদের সাবানের একটি বিজ্ঞাপন ছিল। বি টাউনের এই সময়ের আফ্রোদিতির জন্য নতুন ছবি বক্স অফিসে কেমন সাড়া ফেলে, তা দেখার অপেক্ষায় এখন সিনেমাপ্রেমীরা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com