
আরব আমিরাতের প্রয়াত প্রেসিডেন্টের জন্য বিএনপির শোক
প্রকাশ: ১৯ মে ২২ । ১৭:২৫ | আপডেট: ১৯ মে ২২ । ১৭:৩৪
সমকাল প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গুলশানে আরব আমিরাতে দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা শোক জানাতে এখানে এসেছি। বাংলাদেশে ও আরব আমিরাতের মধ্যকার সম্পর্ক অনেক গভীর, দীর্ঘদিনের। বিশেষ করে এই সম্পর্ক স্থায়ী করার পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনেক অবদান রয়েছে। দুই দেশের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে তার মূল ভিত্তি নির্মাণ করেছেন প্রেসিডেন্ট জিয়া।
গত ১৩ মে ৭৩ বছর বয়সী শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা যান। তিনি সংযুক্ত আরক আমিরাতের দ্বিতীয় প্রেসিডেন্ট ছিলেন। খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের বাবা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। তিনি মারা যান ২০০৪ সালের ২ নভেম্বর।
১৯৭১ সালে আমিরাতগুলো নিয়ে সংযুক্ত আরব আমিরাত গঠিত হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com