
জুনিয়রকে র্যাগিংয়ের অভিযোগ রাবির ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে
প্রকাশ: ১৯ মে ২২ । ১৮:৫৯ | আপডেট: ১৯ মে ২২ । ১৯:১৭
রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের এক শিক্ষার্থীকে রুমে ডেকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে একই বিভাগের সিনিয়র ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার রাতে মতিহার হলের ১৩৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে উল্লেখ করে ভুক্তভোগী শিক্ষার্থী বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগকারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযুক্তরা হলেন- একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল মামুন স্বদেশ, তানভীর, শাহীন, জুবায়ের, জারিদ ও অনাবিল। এর মধ্যে স্বদেশ বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি।
লিখিত অভিযোগে বলা হয়, বুধবার রাত ১টার দিকে শাহীন ও তানভীর নামে তৃতীয় বর্ষের বাংলা বিভাগের দুই শিক্ষার্থী তার রুমে আসেন। ঘুম থেকে ডেকে তুলে ব্লকের ১৩৬ নম্বর কক্ষে স্বদেশের রুমে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে স্বদেশ ছাড়াও জুবাইয়ের, জারিদ অনাবিল এবং অজ্ঞাত একজনসহ পাঁচজন উপস্থিত ছিলেন। সবাই তাকে মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। এক পর্যায়ে তানভীর ও জুবায়ের তার মাথার পেছন থেকে কিল-ঘুষি মারতে থাকেন।
ভুক্তভোগী শিক্ষার্থী আরও অভিযোগ করেন, 'তাদের সঙ্গে আমার দ্বন্দ্ব হয় রুম নিয়ে। আমার বরাদ্দ পাওয়া কক্ষে ওরা অন্য কাউকে তুলতে চান। আমি এখন দু'সিটের কক্ষে আছি, তারা চার সিটের কক্ষে যেতে বলেন। রাজি না হওয়ায় তারা আমাকে র্যাগিং করেন।’
এদিকে অভিযোগ অস্বীকার করে স্বদেশ বলেন, ‘তাকে মানসিক নির্যাতন করা হয়নি। সে বিভাগের ছোট ভাই। এক বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করায় বিষয়টি মিমাংসার জন্য তাকে ডেকেছিলাম। বিষয়টি মিমাংসা হয়ে গেছে।’
মতিহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুসতাক আহমেদ বলেন, ‘বাংলা বিভাগের জুনিয়র-সিনিয়র শিক্ষার্থীর মধ্যে সিট নিয়ে ঝামেলা হয়েছিল। সমস্যার সমাধান করে দিয়েছি।’
জানতে চাইলে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, 'অভিযোগ পেয়েছি। দুইজন সহকারী প্রক্টরকে বিষয়টি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।'
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com