
প্রাথমিক শিক্ষক নিয়োগ
রাজবাড়ীতে পাঁচ শিক্ষকসহ প্রশ্নফাঁস চক্রের ১৩ সদস্য আটক
প্রকাশ: ২০ মে ২২ । ২১:৫২ | আপডেট: ২০ মে ২২ । ২১:৫২
রাজবাড়ী প্রতিনিধি

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ১৩ সদস্যকে আটক করেছে রাজবাড়ী গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুরে শহরের নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে প্রশ্নের ফটোকপি, ২০টি মোবাইল ফোন, ইলেকট্রনিপ ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। সন্ধ্যার দিকে রাজবাড়ী গোয়েন্দা কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়।
তাঁরা হলেন- ইব্রাহীম হোসেন, সাগর আহম্মেদ, বিজয় বালা, মো. নুরুল হক হাওলাদার, মো. হারুন সরদার, রেজাউল করিম, আবু সালাম, মুনছুর মণ্ডল, রুবেল মাহমুদ, মিজানুর রহমান, রুমান হাসান, মাইনুল ইসলাম ও ফরিদা বেগম। তাঁদের মধ্যে পাঁচজন প্রাথমিক শিক্ষক। তাঁদের বাড়ি রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জেলায়।
© সমকাল ২০০৫ - ২০২২
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com