নির্বাচনের ফল ঘোষণার আগেই পরাজয় মেনে নিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

প্রকাশ: ২২ মে ২২ । ০৯:০৫ | আপডেট: ২২ মে ২২ । ০৯:০৫

অনলাইন ডেস্ক

স্কট মরিসন

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনের ফল ঘোষণার আগেই পরাজয় স্বীকার করে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। শনিবার রয়টার্সের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

মরিসন বলেন, আজ রাতে আমি বিরোধীদলীয় নেতা এবং হবু প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে কথা বলেছি। আজ সন্ধ্যায় নির্বাচনে জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি।

মরিসন জানান, তিনি লিবারেল পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়াবেন।

মরিসনের কনজারভেটিভ জোট আট বছর নয় মাস ক্ষমতায় ছিল। নেতৃত্বে বেশ কিছু পরিবর্তনের পর ২০১৮ সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হন মরিসন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com