কক্সবাজারে দুই যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ২৪ মে ২২ । ১৩:৩৮ | আপডেট: ২৪ মে ২২ । ১৩:৩৮

কক্সবাজার অফিস

ইনানী সৈকত

কক্সবাজারের ইনানী সৈকত ও কবিতা চত্বর এলাকা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইনানী সৈকতে ভেসে আসা অজ্ঞাতপরিচয়ের যুবকের বয়স ৩০ এবং কবিতা চত্বরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা যুবকের বয়স ১৮ থেকে ২০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মডেল থানার কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সেলিম উদ্দিন।

তিনি জানান, সৈকত এলাকায় পৃথক স্থানে দুই যুবকের মরদেহের খবর পেয়েছি। কবিতা চত্বর এলাকায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করতে পুলিশের টিম পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বিচকর্মী সুপারভাইজার মো. মাহবুব আলম জানান, ইনানী সৈকতে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের মরদেহ ভেসে এসেছে। কর্মরত বিচকর্মীরা মরদেহটি দেখে ইনানী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে জেনেছি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com