
ম্যাথুস-ধনঞ্জয়ার শতরানের জুটি ভাঙলেন সাকিব
প্রকাশ: ২৫ মে ২২ । ১৭:২৪ | আপডেট: ২৫ মে ২২ । ১৭:২৫
স্পোর্টস ডেস্ক

ছবি: এএফপি
ঢাকা টেস্টের তৃতীয় দিনের চার ঘণ্টা বৃষ্টির পেটে গেছে। প্রথম সেশনের বোলিং রিদম তৃতীয় সেশনে ধরে রাখতে পারেনি বাংলাদেশ। দুই লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেল ম্যাথুস ও ধনাঞ্জয়া ডি সিলভা তুলে নেন ফিফটি। এরপর ফিরেছেন ধনাঞ্জয়া।
শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৮৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৬ রানে ব্যাট করছে। ম্যথুস ৫২ রানে খেলছেন। তার সঙ্গী হিসেবে নেমেছেন দিনেশ চান্দিমাল। ধনাঞ্জয়া ৫৮ রানে আউট হয়েছেন। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে শ্রীলঙ্কা ৯৯ রানে পিছিয়ে আছে।
দ্বিতীয় দিন শ্রীলঙ্কা ২ উইকেটে ১৪৩ রান তুলেছিল। তৃতীয় দিন শুরুতেই ফিরে যান নাইট ওয়াচম্যান কাসুন রাজিথা। লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নেকে ৮০ রানে বোল্ড করে দেন সাকিব। তৃতীয় দিন মাত্র ১০ রান যোগ করেন তিনি।
শ্রীলঙ্কার বিপদে ব্যাট করতে নামেন ম্যথুস ও ধনাঞ্জয়া। তারা দু’জন যখন সেট হওয়ার চেষ্টা করছে তখনই নামে বৃষ্টি। ঝুম বৃষ্টি ঘণ্টাখানেক পরে থামলেও মাঠ খেলার উপযুক্ত করতে লেগে যায় প্রায় তিন ঘণ্টা।
এর আগে মুশফিকুর রহিম ও লিটন দাসের রেকর্ড জুটিতে বাংলাদেশ প্রথম ইনিংস করে ৩৬৫ রান তোলে। মুশফিকুর রহিম দলের পক্ষে সর্বোচ্চ ১৭৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। লিটন কুমার খেলেন ১৪১ রানে ইনিংস। আর কেউ বিশ রানের ঘরে ঢুকতে পারেননি। শ্রীলঙ্কার পেসার রাজিথা পাঁচটি ও অসিথা ফার্নান্দো চার উইকেট তুলে নেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com