
সন্ত্রাসী সংগঠনের পেছনে অর্থ ঢালে না সুইডেন: মাগডালেনা অ্যান্ডারসন
প্রকাশ: ২৫ মে ২২ । ১৯:০১ | আপডেট: ২৫ মে ২২ । ১৯:০৪
অনলাইন ডেস্ক

সুইডিশ প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন
সুইডিশ প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন বলেছেন, আমার দেশ সন্ত্রাসী সংগঠনের পেছনে অর্থ ঢালে না এবং তাদের অস্ত্রও সরবরাহ করে না।
তুরস্কের দাবির প্রতিক্রিয়ায় এ কথা বলেন সুইডিশ প্রধানমন্ত্রী। খবর বিবিসির।
আঙ্কারার দাবি, সুইডেন সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য ‘হ্যাচারি’।
সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যেতে চায়। আর এ প্রক্রিয়ার তীব্র বিরোধী তুরস্ক। তুরস্কের অভিযোগ, দেশ দুটি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্য ও ফেতুল্লাহ গুলেনের সমর্থকদের আশ্রয় দেয়। তুরস্কের দৃষ্টিতে পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন এবং ২০১৬ সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পেছনে গুলেন জড়িত।
এ অভিযোগের জবাবে স্টকহোমে এক সংবাদ সম্মেলনে অ্যান্ডারসন বলেন, আমরা সন্ত্রাসী সংগঠনগুলোকে অর্থ এবং কোনো অস্ত্র পাঠাচ্ছি না।
এদিকে ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে কথা বলতে সুইডেন ও ফিনল্যান্ডের প্রতিনিধি দল তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করছেন। এ দুটি দেশের ন্যাটোর ৩০ সদস্যের সমর্থন প্রয়োজন। তবে, ইতোমধ্যে তাদের অন্তর্ভুক্তির বিষয়ে আপত্তি জানিয়েছে আঙ্কারা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com