
রাতে দখল করে নেওয়া হলো সরকারি পুকুরের জমি
প্রকাশ: ২৭ মে ২২ । ২৩:০২ | আপডেট: ২৭ মে ২২ । ২৩:০২
ফরিদপুর অফিস ও নগরকান্দা প্রতিনিধি

ছবি: সমকাল
ফরিদপুরের নগরকান্দায় পৌরসভা ভবনের সামনে একটি সরকারি পুকুরের জমি বৃহস্পতিবার রাতে দখল করে নেওয়া হয়েছে। ইতোমধ্যে পুকুরের দক্ষিণ পাশে প্রায় এক-চতুর্থাংশ জায়গা বাঁশ গেড়ে ভরাট করে সেখানে দোকানঘর তৈরির প্রস্তুতি চলছে। এ ঘটনায় নগরকান্দা পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে দখলকারী ছাগলদি গ্রামের আবুল হোসেন ফকির, রাজিব হোসেন, সাইফুল আলম শরিফ, চৌমুখার জিল্লুর রহমান, শশার বদিউজ্জামান শরিফ ও নগরকান্দা সদরের মোশাররফ হোসেন মিয়াকে নোটিশ দেওয়া হয়েছে।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাসির মাহমুদ বলেন, পৌরসভার অস্থায়ী কার্যালয়ের পাশেই প্রায় ৩০ শতাংশ জায়গাজুড়ে পুকুরটি অবস্থিত। পুকুরের দক্ষিণে রাস্তা সংলগ্ন কিছু ব্যক্তিমালিকানা জমি রয়েছে। কিছু রয়েছে লিজ নেওয়া। ওইসব জমিতে আগেই দোকানঘর তোলা ছিল। ওই দোকান মালিকরা এখন রাতারাতি পুকুরের প্রায় এক-চতুর্থাংশ জমি বাঁশ দিয়ে ঘিরে ফেলেছে। পুকুরটি রক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তিনি।
নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার বলেন, ওই জমি সরকারি খাস খতিয়ানভুক্ত। এ ব্যাপারে পদক্ষেপ নিতে সংশ্নিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জমি দখলকারী জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই পুকুর লাগোয়া তিন শতাংশ জমি রয়েছে তাঁদের তিন ভাইয়ের নামে। তাই আমরা পুকুরের একপাশে বাঁশ গেড়ে বেড়া দিয়েছি।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, পুকুরের জমি দখলের জন্য অনেক আগে থেকেই চেষ্টা চলছে। সংশ্নিষ্টদের এ ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথ কাগজপত্র দেখাতে না পারলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com