
এক দশকের যুদ্ধেও এত জেনারেল হারায়নি রাশিয়া
প্রকাশ: ০৭ জুন ২২ । ১০:০৩ | আপডেট: ০৭ জুন ২২ । ১০:১০
অনলাইন ডেস্ক

ইউক্রেনের পরিস্থিতি, ছবি: সংগৃহীত
ইউক্রেনে সেনাদের হামলায় এ পর্যন্ত রাশিয়ার অন্তত ১২ জন জেনারেল নিহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ। এর আগে রুশ সংবাদমাধ্যম মস্কো টাইমসও জানিয়েছে, এই কয়েক মাসে ইউক্রেনে ১২ জন রুশ জেনারেল নিহত হয়েছেন। অথচ আফগানিস্তানে এক দশক ধরে যুদ্ধে করেও এত জেনারেল হারাতে হয়নি মস্কোকে।
দনবাসে রাশিয়া ও ইউক্রেন সেনাদের তীব্র লড়াইয়ে রুশ মেজর জেনারেল রোমান কুতুজোভ সর্বশেষ নিহত হয়েছেন। তিনি স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের সেনাদের নেতৃত্ব দিচ্ছিলেন। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ নিয়ে কোনো মন্তব্য করেনি। রোমান কুতুজোভ ঠিক কবে নিহত হয়েছেন, সে বিষয়েও কিছু বলা হয়নি। খবর বিবিসির
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রাশিয়া-১-এর প্রতিবেদক আলেক্সান্ডার স্লাদকোভ জানিয়েছেন, ওই আক্রমণে সেনাদের নেতৃত্ব দিচ্ছিলেন জেনারেল কুতুজোভ। ওই ইউনিটে পর্যাপ্ত কর্নেল পদমর্যাদার কেউ ছিলেন না। উচ্চ পদে থাকা সত্ত্বেও সাধারণ একজন কমান্ডারের মতোই দায়িত্ব পালন করছিলেন কুতুজোভ। ইউক্রেনের সেনাবাহিনীও এ তথ্য নিশ্চিত করেছে। যদিও এর বেশি কিছু তাদের পক্ষ থেকে বলা হয়নি।
রুশ সেনাবাহিনী যদি কুতুজোভকে হারানোর খবর নিশ্চিত করে, তাহলে ইউক্রেনে গত তিন মাসে অন্তত চারজন জেনারেল হারাল দেশটি। মস্কোর পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের তিনজন শীর্ষ জেনারেলের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
এই যুদ্ধে আরও কয়েকজন রুশ সেনা কর্মকর্তার মৃত্যুর খবর নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। ইউক্রেনীয় বাহিনী যে তিনজন জেনারেলকে হত্যা করেছে বলে দাবি করেছে, তারা পরবর্তী সময়ে বেঁচে আছেন বলে জানা গেছে।
মার্চের দিকে ইউক্রেনের সেনাবাহিনী বলেছিল, রুশ মেজর জেনারেল ভিতালি গেরাসিমভকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কাছাকাছি এলাকায় হত্যা করা হয়েছে। কিন্তু গত ২৩ মে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ভিতালি গেরাসিমভকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়েছে। রাশিয়ার আরও একজন মেজর জেনারেল নিহত হওয়ার কথা জানিয়েছিল কিয়েভ। তার নাম মাগোমেদ তুশায়েভ। কিন্তু তিনি এখনও জীবিত বলে মনে করা হচ্ছে। কারণ, তার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে।
সামরিক বাহিনীর মৃত্যুর খবর রাশিয়ার কাছে একটি রাষ্ট্রীয় গোপন বিষয়। গত ২৫ মার্চের পর সরকারিভাবে সেনা নিহত নিয়ে হালনাগাদ তথ্য জানায়নি রাশিয়া। ওই দিন মস্কো জানায়, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযানের পর রাশিয়ার এক হাজার ৩৫১ সেনা নিহত হয়েছেন।
রাশিয়া বলছে, ইউক্রেনকে নিরস্ত্র ও নব্য নাৎসিমুক্ত করতে তারা দেশটিতে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে। নব্য নাৎসিরা ইউক্রেনের রুশভাষী জনগোষ্ঠীর জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। তবে হামলার কারণ হিসেবে রাশিয়ার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন, যুক্তরাষ্ট্রসহ কিয়েভের পশ্চিমা মিত্রদেশগুলো।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com