‘‌পঁচাত্তরের দোসররা দেশের অগ্রযাত্রা মেনে নিতে পারছে না’

প্রকাশ: ০৭ জুন ২২ । ১১:৫৩ | আপডেট: ০৭ জুন ২২ । ১১:৫৩

সমকাল প্রতিবেদক

মানববন্ধনে বঙ্গবন্ধু পরিষদ ও ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের নেতারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কূরুচিপূর্ণ বক্তব্য, হত্যার হুমকি প্রদানকারী এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মোকাবিলায় কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদ ও ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতারা। বোরবার বিকেলে ধানমণ্ডির ৩২ নম্বরে রাসেল স্কয়ারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ হুঁশিয়ারি দেন। 

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তিকারী ও হত্যার হুমকিদাতারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। কারণ একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এবং পঁচাত্তরে দোসররা শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও সম্মৃদ্ধ বাংলাদেশের যে অগ্রযাত্রা তা মেনে নিতে পারছে না। তাই এখন দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে মানুষকে আতঙ্কিত করছে। 

 ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের মানববন্ধন

সমাবেশ বক্তারা বলেন, একাত্তরের যুদ্ধাপরাধী ও পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারীদের অনেকের বিচার হলেও তাদের বংশধর এবং দেশি-বিদেশি দোসররা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এতদিন তারা ঘাপটি মেরে ছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু তৈরি হওয়াসহ দেশের সার্বিক উন্নয়নে তারা ঈর্ষান্বিত হয় দেশে অস্থিতিশীলতা তৈরি করতে পুনরায় নানা ধরনের অপতৎপরতা চালানো শুরু করেছে। কারণ স্বাধীনতাবিরোধী ওই শক্তি দেশের উন্নয়ন ও অগ্রগতি মেনে নিতে পারছে না। তাই এবার বাংলাদেশের মানুষের স্বপ্নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কূরুচিপর্র্ণ বক্তব্য করছে, তাকে হত্যার হুমকি দিচ্ছে।

বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশ সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শেখ আবদুল্লাহ আল মামুন ও মতিউর রহমান লাল্টু, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সরদার মাহামুদ হাসান রুবেলসহ বঙ্গবন্ধু পরিষদ ও ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com