
বিস্ফোরণে দগ্ধ আরও তিনজন চিকিৎসার জন্য ঢাকায়
প্রকাশ: ০৭ জুন ২২ । ১২:৪৪ | আপডেট: ০৭ জুন ২২ । ১২:৪৪
সমকাল প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও তিনজনকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। সোমবার রাতে ওই তিনজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
তিন ব্যক্তি হলেন-এনামুল (২৫), বদরুজ্জামান রুবেল (১৮) ও মো. সুমন (৩৪)।
বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এই তিনজনসহ মোট ১৯ জনকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আগুনে পুড়ে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ নিহত হয়েছেন ৪১ জন। অবশ্য চট্টগ্রাম জেলা প্রশাসন ও স্থানীয় সিভিল সার্জনের কার্যালয় গত রোববার রাতে মৃত মানুষের সংখ্যা ৪৯ বলেছিল। গতকাল তারা বলেছে, গণনার সময় ভুল হয়েছিল, নিহত মানুষের প্রকৃত সংখ্যা ৪১ হবে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে শনিবার রাত থেকে বিরতিহীনভাবে কাজ করে চলেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে ডিপোর আগুন এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, আগুন সম্পূর্ণ নেভাতে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত সময় লেগে যেতে পারে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com