
শাহরুখ-ক্যাটরিনা করোনায় আক্রান্ত
প্রকাশ: ০৭ জুন ২২ । ১৬:৩৮ | আপডেট: ০৭ জুন ২২ । ১৬:৪০
অনলাইন ডেস্ক

বলিউডে ফের নেমে এসেছে করোনার থাবা। বলিউড বাদশাহ শাহরুখ খানের পর ক্যাটরিনা কাইফের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছে। এছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন কার্তিক আরিয়ান, আদিত্য রায়।
করোনা শনাক্ত হওয়ার পর আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন শাহরুখ খান। অভিনেত্রী ক্যাটরিনা দ্বিতীয়বারের মতো করেনায় আক্রান্ত হলেন। এর আগে গত বছর এপ্রিলেও করোনা আক্রান্ত হয়েছিলেন ক্যাটরিনা।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ধারণা করা হচ্ছে, করন জোহরের জন্মদিনের পার্টি থেকেই শাহরুখ-ক্যাটরিনাসহ অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন। ওই পার্টিতে অতিথি হিসেবে আরও ছিলেন আমির খান, সালমান খান, সাইফ আলী খান, কারিনা কাপুর, মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, টাবু, টুইঙ্কল খান্না, আনুশকা শর্মা, কারিশমা কাপুর, সোনালি বেন্দ্রে, রাভিনা ট্যান্ডন, মালাইকা অরোরা, ভিকি কৌশল, অনন্যা পাণ্ডে, জাহ্নবী কাপুর-সহ বলিউডের বড়, ছোট, মাঝারি বহু তারকাই। অনেকে এসেছিলেন সপরিবারেও।
এদিকে, কিং খানের অসুস্থতার কথা জেনে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন অনেকেই। তাদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রোববার সন্ধ্যায় টুইটারে মমতা লিখেছেন, ‘এই মাত্র জানলাম আমাদের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর শাহরুখ খান কোভিডে আক্রান্ত হয়েছেন। সুপারস্টারের দ্রুততম আরোগ্য প্রার্থনা করি। সুস্থ হও শাহরুখ! খুব তাড়াতাড়ি ছন্দে ফেরো!’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com