সীতাকুণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা: আইজিপি

প্রকাশ: ০৭ জুন ২২ । ১৬:৫৪ | আপডেট: ০৭ জুন ২২ । ১৬:৫৪

চট্টগ্রাম ব্যুরো

পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। মঙ্গলবার দুপুরে ডিপো এলাকা ঘুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, পরিস্থিতি পুরো নিরাপদ নয়। আশা করি দ্রুততম সময়ে উদ্ধার কাজ শেষ হবে।

গত শনিবার রাতে ডিপোটিতে আগুনের সূত্রপাত হয়। তিন দিন হলেও এখনো আগুন পুরোপুরি নেভেনি। আগুনে ৪১ জনের মৃত্যু নিশ্চিত করেছে প্রশাসন। এরমধ্যে আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের ৯ কর্মী। সোমবারও দুইজনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

তবে এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা বা পুলিশি তদন্তের উদ্যোগ দেখা যায়নি। ঘটনার পর থেকে উদ্ধার তৎপরতায় যুক্ত ছিল পুলিশ। আগুনের সূত্রপাত যেদিন হয় সেই দিন বিস্ফোরণে একজন পুলিশ সদস্য পা হারিয়েছেন। তিনি এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আগুনে হতাহতদের বিষয়ে কী আইনি পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, ইতোমধ্যে সরকার তদন্ত কমিটি করেছে। ফায়ার সার্ভিসও তদন্ত কমিটি করেছে। তদন্ত রিপোর্ট এলে আইনি কার্যক্রম শুরু করা হবে।

তিনি বলেন, এত ফায়ারম্যান এ পর্যন্ত কোনো দুর্ঘটনায় মারা যাননি। নিহত ও আহতদের প্রতি আমাদের সমবেদনা। অনেকে মারাত্মকভাবে আহত হয়েছেন। চিকিৎসা শেষে বোঝা যাবে কেমন ক্ষতি তাদের হয়েছে।

বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, চট্টগ্রাম বিভাগীয় কমিশন, জেলা প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষ পৃথক পাঁচটি তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া ডিপো কর্তৃপক্ষ নিজেরা একটি তদন্ত কমিটি করেছে।

শনিবার রাতে আগুন লাগার পর থেকে সেখানে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের নয়জন কর্মী প্রাণ হারিয়েছেন। এছাড়া সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও অগ্নিনির্বাপণ ও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন। পাশাপাশি ডিপো থেকে রাসায়নিক দূষণ যাতে ছড়াতে না পারে, সে বিষয়ে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com