
ফাল্গুনীকে মারধর: ছাত্রলীগের পাঁচজনের বিচার শুরু
প্রকাশ: ০৭ জুন ২২ । ১৮:২৮ | আপডেট: ০৭ জুন ২২ । ১৮:২৮
আদালত প্রতিবেদক

রোকেয়া হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে মারধরের মামলায় ওই সংগঠনের কেন্দ্রীয় ও হল পর্যায়ের পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম মোহনা আলমগীর মঙ্গলবার আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন। এর মাধ্যমে আসামিদের আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
এর আগে গত বছরের ২৪ জানুয়ারি মারধরের অভিযোগ এনে ফাল্গুনী দাস তন্বী আদালতে ওই পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com