
আদালতের সঙ্গে প্রতারণা
কোটি টাকা জরিমানা দিয়েছে এফএমসি কিউ-টু
প্রকাশ: ০৭ জুন ২২ । ১৮:৩৮ | আপডেট: ০৭ জুন ২২ । ১৮:৩৮
সমকাল প্রতিবেদক

আদালতের সঙ্গে প্রতারণার দায়ে এফএমসি কিউ-টু নামে এক কোম্পানির কাছ থেকে এক কোটি টাকা জরিমানা আদায় করেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগে মঙ্গলবার কোম্পানির পক্ষ থেকে এই টাকা পরিশোধের রশিদ জমা দেওয়া হয়।
আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। কোম্পানির পক্ষে ছিলেন আইনজীবী মো. অজি উল্ল্যাহ।
জরিমানার কারণ হিসেবে রায়ে বলা হয়, আইন অনুযায়ী বিচারিক আদালতে মামলাটি পরিচালনা না করে তারা ৪ বছর উচ্চ আদালতের স্থগিতাদেশের অপব্যবহার করেছে। এরপর ৮ মার্চ হাইকোর্টের জরিমানার রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে ওই কোম্পানিটি। তখন আপিল বিভাগ জরিমানা পরিশোধের নির্দেশ দেন। ওই আদেশের ধারাবাহিকতায় মঙ্গলবার ১ কোটি জরিমানা পরিশোধের রশিদ জমা দিয়েছে কোম্পানিটি। এরপর আপিল বিভাগ কোম্পানির আবেদনটি নিষ্পত্তি করে দেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com