কীটনাশক-আগাছানাশকের উৎপাদন খরচ কমানোর উদ্যোগ

প্রকাশ: ১৩ জুন ২২ । ০৯:১৯ | আপডেট: ১৩ জুন ২২ । ০৯:১৯

সমকাল প্রতিবেদক

প্রতীকী ছবি

দেশে কৃষি কাজে ব্যবহৃত কীটনাশক, ছত্রাকনাশক ও আগাছানাশক উৎপাদন খরচ কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ২০২২-২৩ অর্থবছরের বাজেটে এসব উৎপাদনের কাঁচামাল আমদানি খরচ কমানো হয়েছে।

এসব পণ্য আমদানিতে রেয়াতি সুবিধার তালিকাভুক্ত করা হয়েছে। ফলে স্থানীয়ভাবে উৎপাদিত এসব পণ্যের দাম কমবে।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ের সুপারিশে নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য কীটনাশক, ছত্রাকনাশক ও আগাছানাশক উৎপাদনে ব্যবহূত উপকরণ রেয়াতি সুবিধায় আমদানি করা যাবে। এ উপকরণের মধ্যে সলভেসো, জেনাকোল, প্রোপাকোনাজোল ইত্যাদি রয়েছে।

দেশে চাষাবাদ বেড়েছে। ফলে কীটনাশক, ছত্রাকনাশক ও আগাছানাশকের চাহিদা বেড়েছে। এ পরিপ্রেক্ষিতে এসব পণ্যের স্থানীয় উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে সরকার।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com