বাজেট প্রতিক্রিয়া

ইন্টারনেটের খরচ বাড়বে

প্রকাশ: ১৩ জুন ২২ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ইমদাদুল হক, প্রেসিডেন্ট, আইএসপিএবি

বিটিআরসির হিসাবে দেশে বর্তমানে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক ১ কোটি ২৪ লাখের বেশি। নূ্যনতম মাসে ৫০০ টাকায় (৫ এমবিপিএস গতি) ইন্টারনেট কিনতে পারেন গ্রাহক। তবে প্রস্তাবিত বাজেটে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগে অপরিহার্য অপটিক্যাল ফাইবার কেবল আমদানিতে নতুন করে ১০ শতাংশ সম্পূরক শুল্ক্ক আরোপ করা হয়েছে। পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীদের দিতে হবে ১০ শতাংশ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স (এআইটি)। এতে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে। বর্তমানে অপটিক্যাল ফাইবার কেবল আমদানিতে এমনিতেই ১৫ শতাংশ আমদানি শুল্ক্ক দিতে হয়। এরপর যুক্ত হচ্ছে ১০ শতাংশ সম্পূরক শুল্ক।

অপটিক্যাল ফাইবার কেবল আমদানিতে ২৫ শতাংশ শুল্ক ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার খরচ বাড়িয়ে দেবে। এতে বাড়তি খরচে ব্রডব্যান্ড ইন্টারনেট নিতে নিরুৎসাহিত হবেন গ্রাহকরা। দেশে যে ফাইবার অপটিক্যাল কেবল তৈরি হচ্ছে তা অধিকাংশ ক্ষেত্রে মানসম্মত নয়, পাশাপাশি চাহিদার তুলনায়ও কম। এ ক্ষেত্রে ফাইবার অপটিক্যাল কেবল সম্পূরক শুল্ক আরোপ করায় এখনকার দামে ইন্টারনেট সেবা দেওয়া কঠিন হবে। ফলে বর্তমান মূল্যে ইন্টারনেট সেবা অব্যাহত রাখতে নতুন আরোপিত এআইটি এবং সম্পূরক শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানাই।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com