
জুনে ৪০ হাজার ছাড়াতে পারে হতাহত রুশ সেনার সংখ্যা: জেলেনস্কি
প্রকাশ: ১৩ জুন ২২ । ১১:০৫ | আপডেট: ১৩ জুন ২২ । ১১:১২
অনলাইন ডেস্ক

ছবি: তাস
ইউক্রেনে রাশিয়ার সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়া সামনের দিনগুলোতে হতাহত রুশ সেনার সংখ্যা বাড়বে এমন অনুমান করছেন তিনি।
তিনি বলেছেন, আগ্রাসন শুরুর পর থেকে জুনে হতাহত রুশ সেনার সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে। খবর আলজাজিরার।
রোববার যুদ্ধের ১০৯তম দিনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেলেনস্কি পশ্চিমের কাছে ফের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহায়তা চেয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এ ধরনে প্রতিরক্ষা ব্যবস্থা রোববার টারনোপিলে হওয়া হামলাসহ অনেক ট্রাজেডি থেকে আমাদের রক্ষা করতে পারত। এ হামলায় আহত ১০ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ১২ বছর বয়সি এক কিশোরীও রয়েছে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর প্রথমদিকে রুশ সেনারা কিয়েভের কাছাকাছি চলে গেলেও সেখান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়। পরে জানানো হয় পরিবর্তন এসেছে তাদের যুদ্ধের পরিকল্পনায়। জানানো হয়, এখন দক্ষিণ ও পূর্ব ইউক্রেন দখলই মস্কোর অন্যতম লক্ষ্য।
এর পরই এ অঞ্চলে ব্যাপক হামলা চালাতে থাকে রুশ সেনারা। এর মধ্যে বড় ধরনের সাফল্য ধরা দেয় তাদের হাতে। দীর্ঘদিনের চেষ্টার পর বন্দরনগরী মারিওপোল নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় রাশিয়া। এখন দেশটি দোনবাসের লুহানস্কের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। তবে সেভেরোদোনেৎস্ক শহরে অব্যাহত রয়েছে তীব্র লড়াই।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com