
মুহিবুল্লাহ হত্যা: ২৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট
প্রকাশ: ১৩ জুন ২২ । ১৪:৫৫ | আপডেট: ১৩ জুন ২২ । ১৫:০৮
ক্সবাজার অফিস ও টেকনাফ প্রতিনিধি

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ- সংগৃহীত ছবি
কক্সবাজারে আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে উখিয়া থানা-পুলিশ অভিযোগপত্রটি আদালতে দাখিল করেন বলে সমকালকে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
ওসি বলেন, অভিযোগপত্রে ২৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। যার মধ্যে- ১৫ জন বর্তমানে কারাগারে রয়েছেন। অপর ১৪ জন পলাতক রয়েছেন।
এর আগে ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন। পরের দিন ৩০ সেপ্টেম্বর মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত ভার পান উখিয়া থানার ওসি (তদন্ত) সালাহ উদ্দিন। তদন্ত শেষে সোমবার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়।
আদালত সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ১৫ জনের মধ্যে চারজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই সঙ্গে ৩ জন সাক্ষীও ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ হত্যাকাণ্ডে ৩৬ জনকে জড়িত হিসেবে শনাক্ত করা হলেও ৭ জনের ঠিকানা অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে ২৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
এদিকে গত ১ এপ্রিল কক্সবাজারে উখিয়ার কুতুপালং মেগাক্যাম্পের লম্বাশিয়া উদ্বাস্তু শিবিরে শীর্ষস্থানীয় রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার ছয় মাস পর তার স্ত্রী-সন্তানসহ পরিবারের ১১ সদস্য বাংলাদেশ ছেড়ে কানাডায় পাড়ি জমান।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com