
বিএম ডিপোর ৫১১ জন কর্মচারীকে বেতন দিলো কর্তৃপক্ষ
প্রকাশ: ১৩ জুন ২২ । ১৯:৫৭ | আপডেট: ১৩ জুন ২২ । ১৯:৫৭
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আহতসহ কর্মরত ৫১১ জন কর্মকর্তা-কর্মচারীকে বেতন দিয়েছে কর্তৃপক্ষ। এরমধ্যে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪০ জন কর্মকর্তা-কর্মচারীও আছেন। সোমবার দুপুরে বিএম ডিপো কর্তৃপক্ষের লোকজন গিয়ে বেতনের সমুদয় অর্থ প্রদান করেন। নিহত কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের কাছেও বেতনের টাকা পাঠানো হচ্ছে বলে জানায় ডিপো কর্তৃপক্ষ।
বিএম ডিপোর পরিচালক মুজিবুর রহমান বলেন, আগুনে অফিসিয়াল কাগজপত্র নষ্ট হওয়ায় নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে পারিনি। যেসব কর্মকর্তা-কর্মচারী আহতবস্থায় হাসপাতালে আছেন তাদেরকে হাসপাতালে এবং যারা সুস্থ আছেন তাদেরকে বিএম ডিপোতে গিয়ে বেতন দেওয়া হয়েছে। মোট ৫১১ জনকে বেতন পরিশোধ করেছি।
এরপরও কেউ বাদ পড়ে থাকলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে বেতন পৌঁছে দেওয়া হবে। বিএম ডিপোতে কর্মরত সবাই বেতন পাবেন বলেও জানান তিনি। বিএম ডিপোর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চমেক হাসপাতালে ১৯ জন, ঢাকায় ১৩ জন ও কয়েকটি বেসরকারি হাসপাতালে ৮জন কর্মচারী চিকিৎসাধীন আছেন।
চমেক হাসপাতালে চিকিৎসাধীন সালাহউদ্দিন বলেন, ‘সোমবার বিএম কর্তৃপক্ষ হাসপাতালে এসে বেতনের টাকা তুলে দিয়েছেন।’ মনির হোসাইন নামে আহত আরেক শ্রমিক বলেন, ‘বিএম ডিপোর মালিকপক্ষ আমার বেতনের টাকা পাঠিয়েছে।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com