
ফের বাড়ল ডলারের দাম
প্রকাশ: ১৩ জুন ২২ । ২০:০৫ | আপডেট: ১৩ জুন ২২ । ২০:১৩
সমকাল প্রতিবেদক

টাকার বিপরীতে ডলারের দাম ফের বেড়েছে। সোমবার ডলারের বিপরীতে টাকার দাম আরও ৫০ পয়সা কমিয়ে এবার প্রতি ডলারের বিনিময় মূল্য নির্ধারণ করা হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা। যা আগে ছিল ৯২ টাকা। এই দরকে ‘আন্তব্যাংক দর’ বলছে বাংলাদেশ ব্যাংক।
৯২ টাকা ৫০ পয়সা দরে সোমবার ১০ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। ধারাবাহিকভাবে ডলার বিক্রির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৪১ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে নেমেছে।
জানা গেছে, চলতি অর্থবছরের শুরু থেকে সোমবার পর্যন্ত বিভিন্ন ব্যাংকের কাছে মোট ৬৯৪ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে। এর আগে কোনো এক অর্থবছরে এত ডলার বিক্রি করেনি বাংলাদেশ ব্যাংক। প্রচুর ডলার বিক্রির ফলে গত আগস্ট মাসে সর্বোচ্চ ৪৮ দশমিক শুন্য ৬ বিলিয়ন ডলারে উঠা রিজার্ভ এখন ৪১ বিলিয়ন ডলারের ঘরে নেমেছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com