
চোখের জলে রিয়ালকে বিদায় জানালেন মার্সেলো
প্রকাশ: ১৩ জুন ২২ । ২১:২৭ | আপডেট: ১৩ জুন ২২ । ২১:২৭
স্পোর্টস ডেস্ক

চোখের জলে ১৬ বছরের সম্পর্কের ইতি টেনে রিয়াল মাদ্রিদকে বিদায় বললেন মার্সেলো। সান্তিয়াগো ব্যার্নাব্যুতে আজ আনুষ্ঠানিকভাবে রিয়াল ছাড়ার ঘোষণা দেন ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান এই ফুটবলার। বিদায় জানালেও ক্লাবটিতে আবার ফিরে আসার কথা জানান তিনি।
অশ্রুসিক্ত চোখে মার্সেলো বলেন, 'রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব। আমি বিশ্বের সেরা ক্লাবে খেলেছি। আমার স্ত্রী ক্লারিসকে ধন্যবাদ জানাতে চাই, তাকে ছাড়া আমি এমন মানুষ হতে পারতাম না। আর আমার ছেলেরা তাদের বাবাকে বিশ্বের সেরা ক্লাবের হয়ে খেলতে দেখেছে।'
ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ মার্সেলোকে উদ্দেশ্য করে বলেছেন, প্রিয় মারসেলো। ফুটবল এবং রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা লেফট ব্যাক। ১৮ বছর বয়সে যখন এখানে আসো এরপর তোমার যত স্বপ্ন ছিল সব পূরণ করেছ। ২৫টি শিরোপা, ৫৬৪ ম্যাচ এবং ৩৮ গোল। রিয়াল মাদ্রিদ সর্বদা তোমার বাড়ি।
তবে এখনই ফুটবলকে বিদায় বলছেন না মারসেলো। রিয়াল থেকে ফ্রি ট্রান্সফারে যোগ দেবেন অন্য কোনো ক্লাবে। অবশ্য কোন ক্লাবে যাবেন সেটা এখনো চূড়ান্ত হয়নি। এ ব্যাপারে তার বক্তব্য, 'আমি অবসরে যাচ্ছি না এখন। আমি অনুভব করছি, এখনো খেলতে পারব। রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলব? এটা সমস্যা হবে না। আমি মাদ্রিদিস্তা' কিন্তু আমি একজন পেশাদার।'
স্প্যানিশ জায়ান্টদের হয়ে ৬টি লা লিগা, ৫টি চ্যাম্পিয়নশিপসহ ২৫টি শিরোপা জিতে ক্লাবের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জেতা খেলোয়াড় মার্সেলো। ২০০৯ সালে সাদা জার্সিতে প্রথম গোল পাওয়ার পর ক্লাবের হয়ে করেছেন ৩৮টি গোল, সেই সঙ্গে সরাসরি অবদান রেখেছেন সতীর্থদের ১০৩টি গোলে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com