গুলশানে এসি বিস্ফোরণে প্রাণ গেল শিক্ষার্থীর

প্রকাশ: ১৯ জুন ২২ । ১৫:০১ | আপডেট: ১৯ জুন ২২ । ১৯:১৩

সমকাল প্রতিবেদক

রাজধানীর গুলশানের নিকেতনে একটি বাসায় এসি বিস্ফোরণে মাশরুর আহমেদ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

রোববার সকালে ঘুমন্ত অবস্থায় তার ঘরের এসি বিস্ফোরণ হয়। এতে প্রাণ হারান তিনি।

ফায়ার সার্ভিসের সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রোববার সকাল সেয়া ৭টার দিকে নিকেতনের এ ব্লকের ৩ নম্বর সড়কের ১২৯ নম্বর বাড়ির ৬ তলার একটি ফ্ল্যাটের দুটি কক্ষে এসি বিস্ফোরণ হয়। এ সময় বাসার লোকজন ঘুমিয়ে ছিল। 

বিস্ফোরণ থেকে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়।

দগ্ধ মাশরুরকে উদ্ধার করে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com