
বন্যার্তদের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান
প্রকাশ: ১৯ জুন ২২ । ২২:০৪ | আপডেট: ১৯ জুন ২২ । ২২:০৪
চট্টগ্রাম ব্যুরো

সিলেট ও সুনামগঞ্জে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
এই পরিস্থিতিতে বন্যার্তদের সাহায্যে দেশের ব্যবসায়ী সমাজ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, করপোরেট হাউসসহ বিত্তবানদের দ্রুত এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
চেম্বার সভাপতি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এবং দায়িত্ববোধ থেকে আমাদের সবার উচিত এ অবস্থায় বন্যার্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। বন্যার্তদের জন্য সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে পৌঁছানো প্রয়োজন। জরুরি ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইন, শুকনো খাবার, মোমবাতি, চিড়া, গুড়, মুড়ি, বিস্কুট, চাল, ডাল, চিনি, লবণ, তেল ইত্যাদি প্রয়োজনীয় ভোগ্যপণ্য বন্যার্তদের সাহায্যার্থে পৌঁছে দিতে হবে।
মাহবুবুল আলম বলেন, অতীতেও বেসরকারি খাত দেশের দুর্যোগকালে এগিয়ে এসেছে এবং মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই ধারা অব্যাহত রেখে ব্যবসায়ী সমাজসহ সবাইকে বন্যার্তদের সাহায্যে এবারও এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।
© সমকাল ২০০৫ - ২০২২
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com