
১৯ বছর পর স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রকাশ: ২৩ জুন ২২ । ১৭:১৪ | আপডেট: ২৩ জুন ২২ । ১৭:১৪
সমকাল প্রতিবেদক

দেড় যুগ পালিয়ে থাকার পর র্যাবের হাতে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সিরাজুল ইসলাম
মানিকগঞ্জের সিংগাইরে জুলেখা বেগম (১৯) নামে এক নারীকে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও ওই নারীর স্বামী সিরাজুল ইসলামকে (৩৯) প্রায় ১৯ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-৪। গত বুধবার নারায়ণগঞ্জের চর সৈয়দপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক।
২০০৩ সালের ডিসেম্বরে সিরাজুল তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী জুলেখাকে মানিকগঞ্জ শহরে নিয়ে যান চিকিৎসার কথা বলে। রাতে সেখান থেকে ফেরার পথে একটি নির্জন স্থানে নিয়ে স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল জলিল বাদী হয়ে সিংগাইর থানায় সিরাজুলসহ সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় সিরাজুলের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। এরপর থেকে সিরাজুল প্রায় ১৯ বছর পলাতক ছিলেন।
© সমকাল ২০০৫ - ২০২২
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com