
দূরের সাহিত্য
নাইজেরীয় বংশোদ্ভূত কবির গ্রিফিন কবিতা পুরস্কার জয়
প্রকাশ: ২৪ জুন ২২ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ
--

নাইজেরীয় বংশোদ্ভূত কানাডীয় লেখক এবং কবি টোলু ওলোরুন্টোবা ২০২২ সালের গ্রিফিন কবিতা পুরস্কার পেয়েছেন। তিনি তাঁর কবিতা সংকলন 'দ্য জান্টা অব হ্যাপেনস্ট্যান্স' এর জন্য এ স্বীকৃতি অর্জন করেন। ৬৫ হাজার ডলারের এ পুরস্কারটি কবিতার বইয়ের জন্য বিশ্বের সবচেয়ে দামি পুরস্কারগুলোর একটি।
ওলোরুন্টোবা একের পর এক পুরস্কার জয় করছেন। গ্রিফিন কবিতা পুরস্কার এরই ধারাবাহিকতা। 'জান্টা অব হ্যাপেনস্ট্যান্স' এর আগে কবিতার জন্য ২০২১ সালের গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কার জিতেছিল এবং জেরাল্ড ল্যাম্পার্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ড এবং রেমন্ড সাউস্টার অ্যাওয়ার্ডের জন্য দীর্ঘ তালিকায় ছিল।
জান্টা অব হ্যাপেনস্ট্যান্স হলো রোগের অন্বেষণ, শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রেই। এতে পারিবারিক মিথস্ট্ক্রিয়া, সামাজিক অবিচার, অভিবাসীদের নিদারুণ অভিজ্ঞতা, অর্থনৈতিক উদ্বেগ এবং প্রাকৃতিক দুর্যোগের কথা উঠে এসেছে।
ওলোরুন্টোবা ছয় বছর ধরে চিকিৎসাশাস্ত্রে প্র্যাকটিস করে আসছিলেন। তবে ১৬ বছর বয়স থেকেই কবিতার প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। তাঁর কবিতাগুলো বিশ্বজুড়ে অভিবাসীদের সংগ্রামকে ধরে আবর্তিত, তারা ভূমি ও সংস্কৃতি উভয়ই অতিক্রম করে যায়। তাঁর প্রথম বই ম্যানুব্রিয়াম ২০২০ সালের নিকোল চ্যাপবুক পুরস্কারের জন্য শর্টলিস্টেড হয়েছিল। টোলু ওলোরুন্টোবা সাহিত্য পত্রিকা ক্লোরোফিলেরও প্রতিষ্ঠাতা।
ওলোরুন্টোবা একের পর এক পুরস্কার জয় করছেন। গ্রিফিন কবিতা পুরস্কার এরই ধারাবাহিকতা। 'জান্টা অব হ্যাপেনস্ট্যান্স' এর আগে কবিতার জন্য ২০২১ সালের গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কার জিতেছিল এবং জেরাল্ড ল্যাম্পার্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ড এবং রেমন্ড সাউস্টার অ্যাওয়ার্ডের জন্য দীর্ঘ তালিকায় ছিল।
জান্টা অব হ্যাপেনস্ট্যান্স হলো রোগের অন্বেষণ, শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রেই। এতে পারিবারিক মিথস্ট্ক্রিয়া, সামাজিক অবিচার, অভিবাসীদের নিদারুণ অভিজ্ঞতা, অর্থনৈতিক উদ্বেগ এবং প্রাকৃতিক দুর্যোগের কথা উঠে এসেছে।
ওলোরুন্টোবা ছয় বছর ধরে চিকিৎসাশাস্ত্রে প্র্যাকটিস করে আসছিলেন। তবে ১৬ বছর বয়স থেকেই কবিতার প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। তাঁর কবিতাগুলো বিশ্বজুড়ে অভিবাসীদের সংগ্রামকে ধরে আবর্তিত, তারা ভূমি ও সংস্কৃতি উভয়ই অতিক্রম করে যায়। তাঁর প্রথম বই ম্যানুব্রিয়াম ২০২০ সালের নিকোল চ্যাপবুক পুরস্কারের জন্য শর্টলিস্টেড হয়েছিল। টোলু ওলোরুন্টোবা সাহিত্য পত্রিকা ক্লোরোফিলেরও প্রতিষ্ঠাতা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com