বিয়ের প্রশ্নে কিয়ারার রসিকতা

প্রকাশ: ২৪ জুন ২২ । ০০:০০ | আপডেট: ২৪ জুন ২২ । ১১:৩২ | প্রিন্ট সংস্করণ

আনন্দ প্রতিদিন ডেস্ক

কিয়ারা আদভানি

'বিয়ে করছেন কবে'- গত দুই বছরে এ প্রশ্নটি বহুবার শুনতে হয়েছে কিয়ারা আদভানিকে। শুরুতে প্রশ্ন এড়িয়ে গেলেও এখন আর উত্তর দিতে দ্বিধা করেন না। কারণ এতদিনে এই কিয়ারা বুঝে গেছেন, বিয়ের পিঁড়িতে না বসা পর্যন্ত এমন প্রশ্নের মুখোমুখি হতেই হবে।

এদিকে বিয়ে নিয়ে প্রশ্ন করার বিষয়টি আরও বেড়েছে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগার পর। সম্প্রতি কিয়ারা কলকাতায় গিয়েছিলেন 'যুগ যুগ জিও' ছবির প্রচারণায় অংশ নিতে। সেখানে তাঁকে এ ছবির গল্প, চরিত্র ও নির্মাণের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে প্রশ্ন করা হয়।

আর সে প্রশ্নটি ছিল- বিয়ে করছেন কবে? এর উত্তর দিতে গিয়ে রীতিমতো রসিকতায় মেতে ওঠেন কিয়ারা। বলেন, 'যা কিছুই করি, এই জীবনে অন্তত একবার বিয়ে করবই। নইলে রেহাই পাব না।' 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com