
বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া
প্রকাশ: ২৪ জুন ২২ । ১৫:০২ | আপডেট: ২৪ জুন ২২ । ১৫:০২
সমকাল প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি)
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুক্রবার (২৪ জুন) বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, মহামারি করোনাভাইরাস পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড সাবেক প্রধানমন্ত্রীকে তার বাড়িতে রেখে চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছে। সম্ভবত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিকেলে বাসায় যাবেন।
প্রসঙ্গত, ১০ জুন রাতে হৃদরোগের সমস্যা নিয়ে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। হার্টে রিং পরানোর পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। ১৫ জুন তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এর পর থেকে তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানা যায়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com