পাঁচ বছর পর অজি টেস্ট দলে ম্যাক্সওয়েল

প্রকাশ: ২৪ জুন ২২ । ১৭:৫৬ | আপডেট: ২৪ জুন ২২ । ১৭:৫৬

স্পোর্টস ডেস্ক

এক-দুই নয়, দীর্ঘ পাঁচ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে জায়গা পেয়েছেন ম্যাক্সওয়েল। ২০১৭ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন ম্যাক্সওয়েল। এবার শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য দলে জায়গা পেয়েছেন তিনি। শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়া দলের চোটের তালিকা বড় হয়ে যাওয়ায় এই সুযোগ পেয়েছেন ম্যাক্সওয়েল।

হ্যামস্ট্রিংয়ের সমস্যায় কলম্বোয় শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন হেড। চতুর্থ ম্যাচের শেষ দিকে ইনজুরিটা পান হেড। গলেতে প্রথম টেস্ট শুরুর আগে সেরে উঠতে তার সময় মাত্র ছয় দিন। তাকে নিয়ে শঙ্কা থাকায় দরজা খুলে গেলো ম্যাক্সওয়েলের। ৭ টেস্টে এক সেঞ্চুরিতে ৩৩৯ রান তার। 

অস্ট্রেলিয়া টেস্ট দল: 

প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, স্টিভ স্মিথ (সহঅধিনায়ক), মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com