বাংলাদেশ-ভারতে রেল যোগাযোগ বন্ধ থাকবে ৮ দিন

প্রকাশ: ২৪ জুন ২২ । ২০:৫৭ | আপডেট: ২৪ জুন ২২ । ২০:৫৭

কলকাতা প্রতিনিধি

মিতালী এক্সপ্রেস

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাকারি তিনটি ট্রেন মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস আটদিনের জন্য বন্ধ থাকবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার ভারতের পূর্ব রেল বিভাগ জানায়, আগামী ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে  মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস। এছাড়া ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে মিতালী এক্সপ্রেস।

বাংলাদেশ রেলওয়ের বিশেষ অনুরোধে দুই দেশের দিক থেকেই এই তিন ট্রেন বন্ধ থাকবে। ১৪ জুলাইয়ের পর রুটগুলোতে আবারও চলাচল করবে ট্রেন। এছাড়া ঈদ উপলক্ষে এই সময়ে বন্ধ থাকবে দুই দেশের মধ্যে সড়কপথে যোগাযোগ ব্যবস্থাও।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২০২০ সালের ১৫ মার্চ থেকে ভারত-বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ ছিল। দীর্ঘ দুই বছরের বেশি সময় পর গত মাসে আবার রেল যোগাযোগ চালু হয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com