
যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার বাতিল করলেন সুপ্রিম কোর্ট
প্রকাশ: ২৪ জুন ২২ । ২২:৪৮ | আপডেট: ২৪ জুন ২২ । ২২:৪৮
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে লাখো নারী আর গর্ভপাতের আইনি অধিকার পাবেন না। দেশব্যাপী গর্ভপাতকে বৈধতা দেওয়া প্রায় ৫০ বছরের পুরোনো একটি আইনি সিদ্ধান্ত উল্টে দিয়ে নারীদের এই অধিকার কেড়ে নিয়েছেন সুপ্রিম কোর্ট।
গত মাসের শুরুর দিকেই সর্বোচ্চ আদালতের ফাঁস হওয়া একটি গোপন খসড়া নথিতে ঐতিহাসিক গর্ভপাত অধিকার আইন বাতিল হতে পারে বলে আভাস পাওয়া যায়। সেই নথি প্রকাশ করে রাজনীতিবিষয়ক সংবাদমাধ্যম পলিটিকো।
এতে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত দেশব্যাপী গর্ভপাতকে বৈধতা দেওয়া ১৯৭৩ সালের আইনি সিদ্ধান্ত 'রো বনাম ওয়েড' উল্টে দেওয়ার পক্ষে রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা শিগগির এ বিষয়ে রায় ঘোষণা করতে পারেন।
শুক্রবার সে রায়ই শোনালেন আদালত। এতে যুক্তরাষ্ট্রের অর্ধেক রাজ্যেই গর্ভপাত নিষিদ্ধ হওয়ার পট প্রস্তুত হলো। প্রতিটি রাজ্যই এখন নিজস্বভাবে গর্ভপাত নিষিদ্ধের পদক্ষেপ নিতে পারবে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ১৩টি রাজ্য আগে থেকেই গর্ভপাতকে অপরাধ হিসেবে গণ্য করতে আইন এবং সংবিধান সংশোধনের মতো পদক্ষেপ নিয়েছিল। সর্বোচ্চ আদালতের নতুন রায়ে সেগুলো আপনা থেকেই গর্ভপাত নিষিদ্ধে কার্যকর হয়ে যাবে। আর অন্য আরও অনেক রাজ্য শিগগির নতুন আইন পাস করবে। সব মিলিয়ে দেশটিতে প্রজননক্ষম প্রায় ৩ কোটি ৬০ লাখ নারী গর্ভপাতের অধিকার হারাতে পারেন বলে হিসাব দেওয়া হয়েছে এ নিয়ে কাজ করা স্বাস্থ্যসেবা সংগঠন 'প্ল্যানড প্যারেন্টহুড'-এর গবেষণায়।
মিসিসিপি রাজ্যের গর্ভপাত নিষিদ্ধের পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে নারীদের একটি স্বাস্থ্য সংগঠন 'ডব্বস বনাম জ্যাকসনের' করা মামলা প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট এই রায় শুনিয়েছেন।
কনজারভেটিভ-সংখ্যাগরিষ্ঠ আদালত আদর্শগত দিক থেকে মিসিসিপি রাজ্যর পক্ষেই রায় দেওয়ায় কার্যত গর্ভপাতের সাংবিধানিক অধিকারের অবসান ঘটেছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com