পদ্মা সেতু

নাট-বোল্ট খুলে এবার শিবিরকর্মী গ্রেপ্তার

প্রকাশ: ৩০ জুন ২২ । ২২:২৩ | আপডেট: ৩০ জুন ২২ । ২২:২৩

সমকাল প্রতিবেদক

ছবি: ফাইল

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বোল্ট খোলার ঘটনায় এবার গ্রেপ্তার হলেন মাহদী হাসান (২৭) নামে এক যুবক। গত বুধবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) তাকে গ্রেপ্তার করে। মাহদী একজন শিবিরকর্মী।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান বলেন, পদ্মা সেতুর নাট-বোল্ট খোলা নিয়ে মাহদীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তিনি পরিকল্পনা করেই রেঞ্চ ব্যবহার করে নাট খুলেছেন। পদ্মা সেতুকে নিয়ে বিতর্ক তৈরির উদ্দেশ্যে তিনি এই কাজ করেন।

গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। পর দিন সাধারণ মানুষের জন্য সেতুটি উন্মুক্ত করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, মাহদী আগে থেকেই নাট খোলার পরিকল্পনা করে। ২৬ জুন সকালে সহযোগীদের নিয়ে সেতুর জাজিরা প্রান্তে যান। সেখানে বহু মানুষ থাকায় নাট খুলতে পারেননি। পরে বিকেল ৩টার দিকে নাট খুলে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। মাহদীর বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। মাদ্রাসায় পড়ালেখার পর কবি নজরুল কলেজে ভর্তি হয়েছিলেন। শিবিরের সঙ্গে জড়িত হওয়ায় আর পড়াশোনা শেষ করতে পারেননি। ঢাকাসহ বিভিন্ন স্থানে থাকতেন। তাঁর বিরুদ্ধে পদ্মা সেতু উত্তর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, মাহদী ভিডিওতে বলছিলেন, 'আমি কিন্তু রেঞ্চ ব্যবহার করছি না'। উদ্দেশ্যমূলকভাবে আপত্তিকর রেঞ্চ শব্দটি ব্যবহার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহদী জানান, প্রথমে রেঞ্চ দিয়ে নাট খুলে লুজ করা হয়। পরে হাত দিয়ে খুলে ভিডিও বানানো হয়।

এর আগে নাট-বোল্ট খোলার অভিযোগে বায়েজিদ তালহা নামের এক যুবককে রাজধানীর শান্তিনগর থেকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com